স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা, ৪ মার্চ:-
গত ৩ মার্চ বিকেলে ময়মনসিংহ র্যাব-১৪ এর এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইনের নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ২৭৯ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল সেটসহ মোঃ সাইদুস সোহাদা আল হোসাইন ওরফে জনিকে (৩৫) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত জনি হালুয়াঘাট থানার উত্তর খয়রাকুড়ি গ্রামের মোঃ মতিউল্ল্যার ছেলে
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, সে হালুয়াঘাট থানাসহ জেলার বিভিন্ন এলাকায় নেশাজাতীয় মাদক ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। ধৃত আসামীর বিরুদ্ধে হালুয়াঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।