Girl in a jacket

সাংবাদিক রাহাত খানের মৃত্যুতে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের শোক

0

জহিরুল কাদের কবীরঃ
খ্যাতিমান কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রাহাত খানের মৃত্যুতে জাতীয় সংসদের  বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি গভীর শোক প্রকাশ করেছেন। 

২৮শে আগস্ট শুক্রবার রাত ৮.০০টায় সাংবাদিক রাহাত খান (৭৯), ঢাকাস্হ নিজ বাসভবনে  মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শোক বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, বর্নাঢ্য সাংবাদিক জীবনে রাহাত খান কথাশিল্পী, ছোটগল্প, প্রবন্ধ- নিবন্ধ ও উপন্যাসের নিপুণ কারিগর ছিলেন। 

বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মামুন হাসান প্রেরিত এক শোক বার্তায় বিরোধীদলীয় নেতা রওশান এরশাদ এমপি আরও বলেন, গণমাধ্যম কর্মীদের  অধিকার আদায় ও দক্ষতা উন্নয়নে তিনি রেখেছেন উল্লেখ্য অবদান। একুশে পদকপ্রাপ্ত এই কৃতি ব্যক্তিত্বের মৃত্যুতে দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি হয়ে গেল, যা সহজে পূরণ হবার মতো নয়।

বিরোধীদলীয় নেতা মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Share.

Comments are closed.