জালালুর রহমান,মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ
পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া মহোদয়ের দিকনির্দেশনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মৌলভীবাজার মাদকদ্রব্য উদ্ধার এবং চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা কালে ১০মার্চ সকাল আনুমানিক ৭ ঘটিকার সময় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধিন শ্রীমঙ্গল টু মৌলভীবাজার রোডের ভৈরবগঞ্জ বাজারস্থ শুকরিয়া কেডী রেস্টুরেন্টের সামনে থেকে সন্দেহজনক ১ টি কাবারভ্যান আটক করা হয়। পড়ে কাবাব ভ্যান তল্লাশী করে ১ হাজার ৬৭৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। এসময় মোঃ সোহেল ব্যাপারী (২৩) পিতা নচ্চু ব্যাপারী গ্রাম চরলক্ষী (ব্যাপারী বাড়ি), থানা কালকিনি, জেলা মাদারীপুর,বর্তমান ঠিকানা শহীদ নগর বউবাজার(নোয়াখালী বাড়ী), থানা লালবাগ, ডিএমপি, ঢাকা,২ আলী হোসেন (৪৫),পিতা শুকুর সরদার,গ্রাম দাতপুর (উত্তর ভাসানচর),থানা ও জেলা শরীয়তপুর, বর্তমান ঠিকানা ইসলামবাগ (বাচ্চু মিয়ার বাড়ীর ভাড়াটিয়া),থানা চকবাজার,ডিএমপি,ঢাকা।