ময়মনসিংহ প্রতিবেদক :-
শিক্ষা জাতীয়করণ দাবী আদায়ে শিক্ষকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ শিক্ষক সমিতির সাবেক সফল কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আবু বকর সিদ্দিক। তিনি দ্রæত সময়ের মধ্যে একটি শক্তিশালী জেলা কমিটির গঠনের জন্য বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের পরামর্শ দেন।
বুধবার ২১ অক্টোবর ১১টায় নগরীর নাসিরাবাদ কলেজিয়েট স্কুল মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার নতুন আহবায়ক কমিটির পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে জেলার ১৩টি উপজেলার শতাধিক বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক নেতা উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ জেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ আনোয়ার কবিরের সভাপতিত্বে এবং সদস্য সচিব, নাসিরাবাদ কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় পরিচিতি অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোঃ জাফর আহাম্মদ চৌধুরী, মোঃ আজিজুল হক, অভিনাশ চন্দ্র দাম, হারুন অর রশিদ, হাবুল চন্দ্র গুহ পাল, মো: শহীদুজ্জামান, মোঃ শরাফ উদ্দিন, রুহুল আমীন, রথীন্দ্র নাথ পন্ডিত, পাটগুদাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, মোঃ আব্দুল জলিল, আহাম্মদ হোসেন, মোঃ ইসমাইল হোসেন, এএসএম সায়ফুল ইসলাম কাজল, মোঃ ইব্রাহিম, মো, দেলোয়ার হোসেন, নাজমুল আহসান, আব্দুল মালেক, আবুল কাশেম, মোহাম্মদ আলী ভূট্রো, মোঃ আব্দুল কুদ্দুস, আতা আব্দুল্লাহ আল আমীন, মাইনুল হক সরকার প্রমূখ।