মো.জাকির হোসেন,ময়মনসিংহ প্রতিনিধি:-
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় একটি মেয়েশিশু পাওয়া গেছে। সোমবার (২৩ নভেম্বর) আনুমানিক সকাল ৮ টায় ফুলপুর উপজেলা পরিষদের কোর্ট বিল্ডিংয়ের পাশে রাসেল নামে এক ব্যক্তি তাকে রেখে যান। মেয়েটি তার নাম রিয়ামনি বলতে পারে। বয়স আনুমানিক ৮/৯ বছর হবে। পিতার নাম জনাব নুরুল আমিন, মাতার নাম রাবেয়া ঠিকানাঃ ইটখোলা। এর বেশিকিছু বলতে পারছে না।
মেয়েটি জানায় যে, রাসেল নামে এক ব্যক্তির ঢাকার বাসায় কাজ করতো। তার মা বেচে নেই। তবে তার বাবা বেচে থাকলেও কোথায় আছে সে বলতে পারছে না। বাড়ি শুধু বলছে ইটখোলা। এর বেশি কিছু বলতে পারছে না। বর্তমানে সে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে রয়েছে।এ বিষয়ে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার জানায়,যদি কোন ব্যক্তি তাকে চিনেন কিংবা তার বাড়ি কিংবা তার মা বাবার সন্ধান বলতে পারেন, তাহলে উপজেলা নির্বাহী অফিসার, ফুলপুর বরাবর যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।যোগাযোগের ঠিকানাঃ শীতেষ চন্দ্র সরকার, উপজেলা নির্বাহী অফিসার, ফুলপুর, ময়মনসিংহ মোবাইল -০১৭৩৩৩৭৩৩৪০।
রিয়ামনি তার পরিবারের কাছে ফিরতে চায়
0
Share.