Girl in a jacket

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের খাবার ও মিষ্টান্ন বিতরণ

0

মো.জাকির হোসেন,ময়মনসিংহ প্রতিনিধি।। 
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে খাবার ও মিষ্টান্ন বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে ময়মনসিংহ সিটির ১২ নং ওয়ার্ডের চল্লিশবাড়ি ও ছত্রিশবাড়ি কলোনি এলাকায় শিশু ও অসহায় পরিবারের মাঝে খাবার ‍ও মিষ্টান্ন বিতরণ করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। 
খাবার বিতরণ অনুষ্ঠানে সিটি মেয়র বলেন, বঙ্গবন্ধু সবসময় শিশুদের কথা ভেবেছেন। আজ আমরা শিশুদের উন্নয়ন ও বিকাশে যত উদ্যোগ দেখি তার অধিকাংশই নিয়েছিলেন বঙ্গবন্ধু। শিশুদের প্রতি তাঁর ছিল অপরিসীম ভালবাসা আর আন্তরিকতা। 
মেয়র আরোও বলেন, আমরা যদি শিশুদের যথাযথ বৃদ্ধি ও বিকাশে নিশ্চিতে ব্যর্থ  হই, তবে আমাদের স্বাধীনতা এবং বঙ্গবন্ধুর স্বপ্ন ব্যর্থ হয়ে যাবে। 
এ সময় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ০৩ শামীমা আক্তার, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনিসুর রহমান, জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share.

Comments are closed.