Girl in a jacket

ময়মনসিংহ সিটিতে ডেংগু বিস্তার রোধে অভিযান শুরু

0

মো.জাকির হোসেন,ময়মনসিংহ প্রতিনিধি।।
আসুন- “নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি””ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি “ডেঙ্গু মশার বংশ বিস্তার রোধে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। তারই অংশ হিসেবে মঙ্গলবার (১৪ জুলাই) থেকে শুরু হয়েছে বাসায় বাসায় মশার লার্ভা টেস্ট এবং সতর্কতা ও সচেতনতামুলক প্রচার মাইকিং।
মঙ্গলবার  হরিকিশোর বায় রোডের ১০টি হোল্ডিং এ লার্ভা পরিক্ষা করে একটি বাসার ফুলের টপে এডিস মশার লার্ভা পাওয়া যায়। 
পরবর্তীতে কারো বাসার ফুলের টপ,ডাবের খোসা,টায়ার এবং তিন দিনের বেশি জমে থাকা এমন ধরনের কোন জায়গায় যদি এডিস মশার লার্ভা পাওয়া যায় তাহলে  বাসার মালিকগনের উপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ,খাদ্য স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার ও ময়মনসিংহ সিভিল সার্জন  দপ্তরের এন্টো টেকনিশিয়ান মোঃ মোশারফ হোসেন এবং অন্যান্য কর্মচারীবৃন্দ আজকের এই কার্যক্রম পরিচালনা করেন।

Share.

Comments are closed.