Girl in a jacket

ময়মনসিংহ বিভাগে করোনা আপডেট

0

১৩ জুন শনিবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ল্যাবে মোট পরীক্ষা করা হয় ৩৭৬টি। তার মাঝে ময়মনসিংহে পজিটিভ ১১জন, সিটি কর্পোরেশন এলাকা ও সদর ৮জন। গফরগাঁও ১জন, ঈশ্বর গন্জ ১জন ও ফুলপুর ১জন। মৃত পজিটিভ, সাদিকুর রহমান‌এস,কে হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি ছিল। ফলোআপ/রিটেষ্ট পজিটিভ ৪জন। তার মাঝে সদরে ৩ এবং ভালুকার ০১জন। ময়মনসিংহ এ মোট করোনা পজিটিভ ৯০৮জন। সুস্থ হয়েছে ৩১৭জন। হোম আইশোলেশন ৫৪১জন। জেলাতে মোট মৃত ে১১জন। ফুলপুর এর সাদিকুর রহমান সহN.B-ফুলপুর উপজেলা ফায়ার সার্ভিসের ৫জন করোনা পজিটিভ হ‌ওয়ায় ফায়ার সার্ভিসের ১৭ জন সদস্যকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। তাছাড়া শেরপুর জেলা হাসপাতাল ৪জন ও নলিতাবাড়ি ৫জনসহ মোট ৯জন, জামালপুরে ১০ জন, সদর এ ৭জন ও বকশীগঞ্জ ৩জন এবং নেত্রকোনার দূর্গা পুরে ১জন। সূত্র-সিভিল সার্জন অফিস, ময়মনসিংহ।

Share.

Comments are closed.