Girl in a jacket

ময়মনসিংহ বিভাগে করোনা আক্রান্ত এক হাজার ৮০০ ছাড়িয়েছে

0

।।মো.জাকির হোসেন,ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে শনিবার (১৩ জুন) ২টি মেশিনে ৭৫২ নমুনা পরীক্ষায় ৩০ জনের করোনা পজিটিভ। একজনের মৃত্যু। এ নিয়ে ময়মনসিংহ বিভাগে করোনা আক্রান্ত এক হাজার ৮০০ ছাড়িয়েছে।

ময়মনসিংহ বিভাগে  ৩০ জনের করোনা পজিটিভ হয়েছে। এরমধ্যে ময়মনসিংহ জেলায় ১০ জন, নেত্রকোনা জেলায় একজন, শেরপুর জেলায় ৯ জন এবং জামালপুর জেলায় ১০ জন।

সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম জানান, ময়মনসিংহ জেলায় আক্রান্ত ১০ জনের মধ্যে সদর-৮ জন, গফরগাঁও-১ জন ও ঈশ্বরগঞ্জ-১ জন।

নেত্রকোনা জেলার দূর্গাপুর-১ জন ।

জামালপুর জেলার সদর-৭ জন, বকসিগঞ্জ-৩ জন।

শেরপুর জেলায় সদর-৪জন ও নালিতাবাড়ি-৫ জন।

এদিকে করোনার উপসর্গ নিয়ে ময়মনসিংহের এসকে হাসপাতালে ফুলপুরের সাদিকুর রহমান নামে একজনের মৃত্যু হয়েছে গত শুক্রবার রাতে । আজ তার করোনা পজিটিভ হয়েছে। নিহত সাদিকুর রহমান ভালুকা উপজেলার মাস্টারবাড়ি এলাকায় অবস্থিত এসকিউ গ্রুপের শ্রমিক বলে জানা গেছে।

এনিয়ে ময়মনসিংহ বিভাগে আক্রান্ত এক হাজার ৮১৩ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ৯০৭ জন,  জামালপুর জেলায় ৪১৪ জন, নেত্রকোনা জেলায় ৩২৩ জন এবং শেরপুর জেলায় ১৬৯ জন।

আজ সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন। এনিয়ে চার জেলায় সুস্থ্য হলেন ৬৮০ জন।

বিভাগে সর্বমোট মারা গেছেন ২১ জন। এরমধ্যে ময়মনসিংহ জেলায় ১১ জন, জামালপুর জেলায় ৫ জন, নেত্রকোনা জেলায় ৩ জন ও শেরপুর জেলায় দুইজন।

Share.

Comments are closed.