Girl in a jacket

ময়মনসিংহ বিভাগে আরোও ১১০ জনের করোনা পজিটিভ

0

মো.জাকির হোসেন,ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহ বিভাগে আরো ১১০ জনের করোনা পজিটিভ হয়েছে। ময়মনসিংহ জেলায় ৭৭ জন, এর মধ্যে ফলোআপ ৫ জন। শেরপুর জেলায় ৯ জন, নেত্রকোনা জেলায় ৪ জন এবং জামালপুর জেলায় ২০ জন রয়েছে।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম জানান, ময়মনসিংহ জেলায় আক্রান্ত ৭২ জনের মধ্যে সিটি কর্পোরেশন ও সদরে-২৪ জন, মুক্তাগাছা-২৬ জন, ভালুকা-১৩ জন, ত্রিশাল-৩ জন, গৌরীপুর-২ জন, ফুলপুর-১ জন, তারাকান্দা-১ জন, হালুয়াঘাট-১ জন ও নান্দাইল-১ জন।

ময়মনসিংহে ফলোআপ রয়েছে ৫ জনের।

জামালপুর জেলার ২০ জনের মধ্যে সদর-১১ জন, ইসলামপুর-২ জন, মাদারগঞ্জ-২ জন ও বকসিগঞ্জ-৫ জন।

শেরপুর জেলায় ৯ জনের মধ্যে সদর-৬ জন, নালিতাবাড়ি-১ জন, নকলা-১ জন ও ঝিনাইগাতি-১ জন।

নেত্রকোনা জেলার দূর্গাপুর-৪ জন রয়েছে।

এনিয়ে ময়মনসিংহ বিভাগে আক্রান্ত ২,৫৮৬ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ১,৪৭১জন, জামালপুর জেলায় ৪৯০ জন, নেত্রকোনা জেলায় ৩৮৫ জন এবং শেরপুর জেলায় ২২০ জন।

সোমবারের ৩৫ জনসহ চার জেলায় সুস্থ্য হয়েছেন ৯১৭ জন।

বিভাগে সর্বমোট মারা গেছেন ২৮ জন। এরমধ্যে ময়মনসিংহ জেলায় ১৬ জন, জামালপুর জেলায় ৬ জন এবং নেত্রকোনা জেলায় ৩ জন ও শেরপুর জেলায় ৩ জন।

Share.

Comments are closed.