Girl in a jacket

ময়মনসিংহ বিদ্যুৎ উপকেন্দ্রে ফের অগ্নিকাণ্ড

0

মো.জাকির হোসেন,ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ নগরীর কেউওয়াটখালী ১৩২/১৩৩ কেভি বিদ্যুৎ পাওয়ার উপকেন্দ্রে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে করে বিভাগের ৪টি জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ আগুনের সূত্রপাত ঘটে। 
এদিকে খবরে পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ৩ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে কী কারণে এ অগ্নিকাণ্ড তা সুনির্দিষ্ট করে এখনও জানা যায়নি।
ময়মনসিংহ বিদ্যুৎ বিতরণ বিভাগ-২ এর প্রধান প্রকৌশলী ইন্দ্রজিত দেবনাথ  অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করে তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে কেওয়াটখালী বিদ্যুৎ উপকেন্দ্রে আগুনের সূত্রপাত ঘটে। সেখানে ১টি বেকআপ সার্কিট ও বিদ্যুতের অন্যান্য সরঞ্জাম ছিল। তারমধ্যে একটি বেকআপ সম্পূর্ণ পুড়ে যায়। এখন ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও ময়মনসিংহসহ ৪টি জেলায় বিদ্যুৎ সংযোগ ব্যাহত রয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এসে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও বলা যাচ্ছে না। তদন্ত করে ক্ষতির পরিমাণ বের করতে হবে।
এরআগে গত মঙ্গলবার দুপুরেও এই উপকেন্দ্রে ভয়াবহ আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের কয়েকটি  ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

Share.

Comments are closed.