Girl in a jacket

ময়মনসিংহ পাওয়ার গ্রিডে আগুন, বিদ্যুৎ বিচ্ছিন্ন জেলা

0

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের কেওয়াটখালীতে পাওয়ার গ্রিডের সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
মঙ্গলবার( ৮ সেপ্টেম্বর)  দুপুর দেড়টার দিকে বিদ্যুতের ট্রান্সফর্মা থেকে এই আগুনের সূত্রপাত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী পরিচালক ইন্দ্রজিত দেবনাথ।
তিনি জানান, দুপুর দেড়টার দিকে বিদ্যুতের ট্রান্সফর্মা থেকে এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।
তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এ ঘটনার পর থেকে ময়মনসিংহ জেলাজুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

Share.

Comments are closed.