Girl in a jacket

ময়মনসিংহ ডিবি’র অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

0

জহিরুল কাদের কবীরঃ

ময়মনসিংহে “মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার” এই শ্লোগান নিয়ে অপরাদ দমনের মাধ্যমে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ও সমাজকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান অব্যাহত রাখছে গোয়েন্দা পুলিশ। সেই ধারাবাহিকতায় গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দের নির্দেশে গোয়েন্দা পুলিশের এসআই(নিঃ) মোঃ আলাউদ্দিন বাদল তার  সংগীয়  ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। 

৮ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার  সময় কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ মোড় এলাকায় এই অভিযান চালানো হয়। 

এসময়  ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী চট্টগ্রাম জেলা পটিয়া থানার মির্জাবাড়ী এলাকার মৃত কালু মিয়ার পুত্র  মোঃ নুরুল আমিন (৩৫) ও বাশখালী সাধনপুর এলাকার আলী আহমদ এর মেয়ে  কুলচুমা আক্তারকে (১৮) গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ  শাহ কামাল আকন্দ জানান, মাদক নির্মুল ও অপরাধ দমনের মাধ্যমে জেলার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে উক্ত অভিযান চলমান থাকবে।  মাদক ব্যবসায়ী ও অপরাধীদের তথ্য প্রদান করে জেলা গোয়েন্দা পুলিশকে সহযোগিতা করতে তিনি ময়মনসিংহ বাসীর প্রতি আহবান জানান।

Share.

Comments are closed.