Girl in a jacket

ময়মনসিংহ জেলা পুলিশের ৫ টাকায় ইফতার সরবরাহ

0

মো.জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
দেশে করোনার ভয়াবহতা ও পহেলা রমজান থেকে কঠিন লকডাউন চলছে। লকডাউনের এ  পরিস্থিতিতে শ্রমজীবি, রিক্সা, ভ্যান, চালকসহ অসহায় হয়ে পড়ে এক শ্রেণী মানুষ ।
এ অবস্থায় রমজানে এ অসহায় হতদরিদ্র খেটে খাওয়া মানুষদের ৫ টাকায় ইফতার সামগ্রী সরবরাহ করতে মাঠে নেমেছে ময়মনসিংহ জেলা পুলিশ। পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান শনিবার বিকালে নগরীর টাউনহল মোড়ে অসহায় মানুষদের মাঝে ৫ টাকায় ইফতার সামগ্রী সরবরাহ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। 
ইফতার সামগ্রীতে মধ্যে রয়েছে, মুড়ি, ছোলা, পিয়াজু, বেগুনি, শষা, খেজুর, আঙ্গুর, কলা ও জিলাপী পরিমাণমত। 
সে সময় আরও উপস্থিত ছিলেন, মোহাম্মদ শাজাহান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), জয়িতা শিল্পী,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ হাফিজ , অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ডিবি’র ওসি- শাহ কামাল আকন্দ, ওসি- কোতোয়ালি মডেল থানা সহ ময়মনসিংহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ। 
এ ইফতার সামগ্রিক বিতরণ চলবে রমজান মাস ব্যাপী

Share.

Comments are closed.