Girl in a jacket

ময়মনসিংহ জেলায় হাজার ছাড়ালো করোনা আক্রান্ত :একদিনে সর্বোচ্চ ১১৮ জন

0

। মো.জাকির হোসেন ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহ বিভাগে একদিনে সর্বোচ্চ ১৬২ জনের করোনা পজিটিভ। এ নিয়ে হাজার ছাড়ালো ময়মনসিংহ জেলার করোনা আক্রান্তের সংখ্যা।

ময়মনসিংহ বিভাগে ১৫ জুন একদিনে সর্বোচ্চ ১৬২ জনের করোনা পজিটিভ হয়েছে। এরমধ্যে ময়মনসিংহ জেলায় ১১৮ জন, নেত্রকোনা জেলায় ১৮ জন, শেরপুর জেলায় ৭ জন এবং জামালপুর জেলায় ৬ জন।

ময়মনসিংহ সিভিল সার্জন জানান, ময়মনসিংহ জেলায় আক্রান্ত ১১৮ জনের মধ্যে Rab-14 এর ১০ জনসহ মচিমহা ও সদরে-৫২ জন, ঈশ্বরগঞ্জ-১৭ জন, মুক্তাগাছা-১৪ জন, নান্দাইল-৮ জন, হালুয়াঘাট-৯ জন, গৌরীপুর-৪ জন, ভালুকা-৯ জন ও ফুলবাড়িয়া-৩ জন। জেলায় ১০ জন ফলোআপ পজিটিভ রয়েছে।

নেত্রকোনা জেলার ১৮ জনের মধ্যে সদর-৯ জন, বারহাট্টা-৪ জন, কেন্দুয়া-৪ জন ও দূর্গাপুর-২ জন ।

জামালপুর জেলার ৬ জনের মধ্যে সদর-৪ জন, দেওয়ানগঞ্জ-১ জন ও সরিষাবাড়ি-১ জন।

শেরপুর জেলায় ৭ জনের মধ্যে সদর-৫ জন, শ্রীবর্দি-১ জন ও নালিতাবাড়ি-১ জন।

এনিয়ে ময়মনসিংহ বিভাগে আক্রান্ত ২,০২৩ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ১,০৫৯ জন, জামালপুর জেলায় ৪২০ জন, নেত্রকোনা জেলায় ৩৪৬ জন এবং শেরপুর জেলায় ১৮২ জন।

আজ সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন। এনিয়ে চার জেলায় সুস্থ্য হলেন ৭৪৪ জন।

বিভাগে সর্বমোট মারা গেছেন ২১ জন। এরমধ্যে ময়মনসিংহ জেলায় ১১ জন, জামালপুর জেলায় ৫ জন এবং নেত্রকোনা জেলায় ৩ জন ও শেরপুর জেলায় ২ জন।

Share.

Comments are closed.