ময়মনসিংহ প্রতিনিধি:
জাতীয় সংসদের ঢাকা -১৮ ও সিরাজগঞ্জ -১ আসনের উপনির্বাচনে নজীরবিহীন ভোট জালিয়াতি করে সরকার দলীয় প্রার্থীদের বিজয়ী ঘোষণার অভিযোগ ও বিএনপি’র নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও গ্রেফতারের প্রতিবাদে তারাকান্দায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ রবিবার অনুষ্ঠিত হয়েছে।প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। আরও বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুস ছালাম,সাংগঠনিক আব্দুল মালেক,যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আসাদুল হক মন্ডল, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলে সহ-সভাপতি নাদিম সারোয়ার টিটু,শহিদুল ইসলাম,তারাকান্দা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল কালাম আজাদ ও আলমগীর হোসেন রকি প্রমূখ। এ সময় উপস্থিত ছিল বিএনপি, যুবদল,ছাত্রদল,সেচ্ছাসেবক দল সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।