মো.জাকির হোসেন,ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতর নাম মো.মামুন মিয়া।
জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম (বার) অফিসার-ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের নির্দেশে এসআই(নিঃ) মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ফোর্সসহ গৌরীপুর থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৭ টায় গৌরীপুর থানাধীন হাসনপুর থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ মামুন মিয়া (৪২) কে গ্রেফতার করে ডিবি পুলিশ। সে জেলার গৌরীপুর উপজেলার হাসনপুর উত্তরপাড়া এলাকার মৃত মইজ উদ্দিনের ছেলে।গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
ময়মনসিংহে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারী গ্রেফতার
0
Share.