মো.জাকির হোসেন,ময়মনসিংহ প্রতিনির
ময়মনসিংহ নগরীর রামকৃষ্ণ মিশন রোড এলাকা থেকে মানুষের ১২টি মাথার খুলি ও দুই বস্তা হাড় উদ্ধারর করে পুলিশ।এ সময় বাপ্পি নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে নগরীর কালিবাড়ি এলাকার বাসিন্দা মৃত আবুল হোসেনের ছেলে বলে জানা গেছে।
রবিবার (১৫ নভেম্বর) সকালে নগরীর রামকৃষ্ণ মিশন রোড এলাকা থেকে এ গুলো উদ্ধার করেন পুলিশ।
ময়মনসিংহ কোতোয়ালী থানার ওসি তদন্ত ফারুক হোসেন এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, মানুষের ১২টি মাথার খুলি ও দুই বস্তা হাড়সহ বাপ্পি নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ গুলো থানায় আছে।
এদিকে আটককৃত যুবক জানান, এই মানবদেহের হাড়ের ব্যবসার সঙ্গে জরিত রয়েছেন নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকার শাকিল নামে আরও এক যুবক। সে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে কর্মরত রয়েছে। শাকিল অনেক আগে থেকেই এই ব্যবসার সঙ্গে জরিত। এরআগেও শাকিল ও বাপ্পী মানবদেহের হাড় বিক্রির সময় পুলিশের কাছে গ্রেফতার হয়েছিল বলে জানা গেছে।
ময়মনসিংহে ১২টি মাথার খুলি ও দুই বস্তা হাড়সহ গ্রেফতার ১
0
Share.