Girl in a jacket

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত : আহত ৮

0

ময়মনসিংহ প্রতিবেদকঃ-

ময়মনসিংহের শম্ভুগঞ্জে সড়ক দুর্ঘটনায় আব্দুল জলিল (৫৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (৯ আগষ্ট) বিকেল ৪টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা সূত্এরে জানা যায়, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি পিকআপ শম্ভুগঞ্জ পল্লীবিদ্যুৎ অফিসের সামনে চাকা ফেটে ঈশ্বরগঞ্জগামী মাহিন্দ্র ও ব্যাটারিচালিত অটোকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই এক মাছ ব্যবসায়ী মারা যাযন।
আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় পিকআপটি জব্দ করা হয়েছে।আব্দুল জলিল সদর উপজেলার সাত নম্বর চর নিলক্ষীয়া ইউনিয়নের শাহবাজপুর এলাকার বাসিন্দা।

Share.

Comments are closed.