Girl in a jacket

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ : আহত ২

0

মো: জাকির হোসেন,ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজি চালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। 

রোববার (২০ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের গৌরীপুর উপজেলার বেলতলী নামক এলাকায় মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। 

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানায়, সিএনজি চালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে ময়মনসিংহ থেকে নেত্রকোনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বেলতলী এলাকায় বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রাক সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তাদের বয়স ২৫ থেকে ৩৫ এর মধ্যে। নিহতরা সবাই পুরুষ। নিহতদের মধ্যে তাৎক্ষনিক একজনের পরিচয় পাওয়া গেছে তার নাম মনির হোসেন (১৭)। সে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ইন্দ্রপুর এলাকার বাসিন্দা। 

ওসি আরও বলেন, গুরুতর অবস্থায় এক নারী ও এক পুরুষকে স্থানীয় লোকজন এবং শ্যামগঞ্জ হাইওয়ে ফাঁড়ির পুলিশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। 

Share.

Comments are closed.