Girl in a jacket

ময়মনসিংহে সদরে বন্যায় ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন-ডিসি মিজানুর রহমান

0

জহিরুল কাদের কবীরঃ
ময়মনসিংহে সদর উপজেলা অষ্টধার ইউনিয়নের বিভিন্ন রাস্তা ও বাড়ী ঘর বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেকেই এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়ে মানবেতর জীবনযাপন করিতেছেন।। ২৯শে আগস্ট শনিবার ময়মনসিংহ জেলার মানবিক ডিসি (জেলা প্রশাসক) মিজানুর রহমান তাদের এই পরিস্থিতি দেখতে অষ্টধার ইউনিয়নের বিভিন্ন বন্যা কবলিত গ্রাম পরিদর্শন করেন। বন্যা কেড়ে নিয়েছে তাদের শেষ সম্ভল ভিটে-মাটি। নদী ভাঙনের ফলে বসত বাড়িতে বন্যার পানি ওঠায় পানিবন্দী হয়ে পড়েছিলো অসংখ্য পরিবার। বন্যার পানিতে ভেসে গেছে শতাধিক পুকুরের মাছ। কর্মহীন হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষ। শেষ সম্বল পৈত্রিক ভিটে বন্যার ভাঙ্গনের শিকার হয়ে অনেকে আশ্রয় নিয়েছেন বিভিন্ন ফুটপাতে ও স্বজনদের বাড়িতে। নদী ভাঙ্গনে ইউনিয়নের রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাই ইউনিয়নের এসব ক্ষতিগ্রস্ত এলাকা ও সাধারন মানুষের করুণ অবস্হা স্বচক্ষে দেখার জন্য ইউনিয়নের বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন ময়মনসিংহ জেলার মানবিক জেলা প্রশাসক মিজানুর রহমান। তিনি অষ্টধার ইউনিয়নের সেনেরচর ও ঝাপারকান্দা গ্রামে নদে ভাঙ্গন কবলিত জায়গা পরিদর্শন ও এলাকার মানুষের সুখ-দুঃখের কথা শুনেন, মানুষের এই দুরবস্থা দেখে তিনি ইউনিয়নের  সমস্যা গুলি দ্রত সমাধান করার আশ্বাস প্রদান করেন। প্রচন্ড তাপের মাঝে ময়মনসিংহ জেলা ও উপজেলা সদরের সীমান্তবর্তী এলাকায় সদরের অষ্টধার ইউনিয়নের গ্রামের পরিবেশে জেলার একজন শীর্ষ কর্মকর্তা উপস্থিত হওয়ায় মানবিকতায় মুগ্ধ অষ্টধার ইউনিয়নবাসী। 

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফ হোসাইন, সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ তারেক হাসান মুক্তা ও সহকারী ভূমি কর্মকর্তা এনামুল হক প্রমূখ।

Share.

Comments are closed.