মো.জাকির হোসেন,ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহে অসহায় দরিদ্রা ও শীতার্ত মাঝে কম্বল বিতরণ করা হয়। ৩০ বুধবার রাত ৯টার দিকে নগরীর মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা পুলিশের আয়োজনে শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান মিয়া নিজ হাতে এ শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ, পরিদর্শক (তদন্ত ডিবি) ফারুক আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকন্দ বলেন, পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশে নগরীর বিভিন্ন এলাকায় অসহায়, দরিদ্র ও বয়োবৃদ্ধদের তালিকা করা হয়। পরে বুধবার রাতে মুকুল নিকেতন উচ্চবিদ্যালয়ের প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
ময়মনসিংহে শীতবস্ত্র বিতরণ করলেন জেলা পুলিশ
0
Share.