Girl in a jacket

ময়মনসিংহে শিশুবক্তা রফিকুল ইসলামের একদিনের রিমান্ড মঞ্জুর

0

মো.জাকির হোসেন,ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানায় করা বিস্ফোরক আইনের মামলায় ‘শিশু’ বক্তা রফিকুল ইসলামের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার সকালে ভার্চুয়াল শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন অতিরিক্ত চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল হাই। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্টের সাব ইন্সপেক্টর মো. আব্দুল হাই।
গত ২৮ মার্চ হরতালের নামে নাশকতা, নগরীর চড়পাড়া মোড়ে পুলিশ বক্স ভাংচুর, বাসে আগুনসহ পুলিশের ওপর হামলার অভিযোগে কোতোয়ালী মডেল থানার এসআই কাশেম বাদি হয়ে মামলাটি দায়ের করেছিলেন।
পুলিশের দায়ের করা মামলায় ভার্চুয়ালি হাজির হয়ে কোতেয়ালী থানা পুলিশ সাত দিনের রিমান্ড চাইলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
রফিকুল ইসলাম নেত্রকোনা জেলার পশ্চিম বিলাশপুর সাওতুল হেরা মাদ্রাসার পরিচালক। তিনি ‘শিশুবক্তা’ হিসেবে পরিচিতি। সরকারবিরোধী ও উস্কানিমূলক বক্তব্যের অভিযেগে গত ৭ এপ্রিল রাতে নেত্রকোনা থেকে তাকে আটক করে র‍্যাব। তারপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

Share.

Comments are closed.