মো.জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ রেজাউল করিম লিটন, মোঃ কামরুল ইসলাম। এসময় তাদের কাছ থেকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
শনিবার (২১ নভেম্বর) তারিখে কোতোয়ালী ও গফরগাঁও এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। এসময় কোতোয়ালী থানাধীন বড়বিলারপাড় থেকে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ রেজাউল করিম লিটন (৪০) কে গ্রেফতার করে। সে ব্রাহ্মপল্লী এলাকার মোঃ তোতা মিয়া ছেলে। গফরগাঁও থানাধীন রসুলপুর থেকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ কামরুল ইসলাম (২৬) কে গ্রেফতার করে। সে পালইকান্দা এলাকার মোঃ নূরুল ইসলাম এর ছেলে।জেলা গোয়েন্দা শাখা অফিসার-ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
ময়মনসিংহে মাদকসহ গ্রেফতার ২
0
Share.