Girl in a jacket

ময়মনসিংহে ভাষা সৈনিক আহমেদ সালেক পত্নী সুফিয়া সালেক আর নেই

0

ময়মনসিংহ প্রতিবেদক:-
ভাষা সৈনিক আহমেদ সালেক-এর সহধর্মিনী এবং নাসিরাবাদ কলেজের অধ্যক্ষ স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি আহমেদ শফিকের মাতা মিসেস সুফিয়া সালেক (৭৯) সোমবার ভোরে না ফিরার দেশে চলে গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি নানা অসুখে দীর্ঘদিন ধওে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ভাই বোনসহ নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেঘে গেছেন।
সোমবার বাদ জোহর নাসিরাবাদ কলেজ প্রাঙ্গণে মরহুমার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্বাশিপ নেতৃবৃন্দ, স্বাশিপ নেতৃবৃন্দ, নাসিরাবাদ কলেজের শিক্ষকসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

ভাষা সৈনিক আহমেদ সালেক-এর সহধর্মিনী এবং নাসিরাবাদ কলেজের অধ্যক্ষ স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি আহমেদ শফিকের মাতা মিসেস সুফিয়া সালেকের মৃত্যুতে বিভিন্ন ব্যক্তিবর্গ পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের আন্তরিক সমবেদনা জ্ঞাপণসহ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন ।
শোক বিবৃতিদাতাগণ হলেন- ময়মনসিংহ সিটি কপোর্রেশনের মেয়র ইকরামুল হক টিটু, নাসিরাবাদ কলেজ গভর্নিং বডির সভাপতি আমিনুল হক শামীম সিআইপি, ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল আমিন কালাম, ময়শনসসিংঞ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম প্রমূখ।

Share.

Comments are closed.