Girl in a jacket

ময়মনসিংহে বিশ যুবক-যুবতীর বিয়ে দিলেন ইউএনও

0

জহিরুল কাদের কবির, স্টাফ রিপোর্টার:-
ময়মনসিংহে এক দিনে বিশ যুবক যুবতীর বিয়ে দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। করোনা পরিস্থিতির কারণে সামাজিক দুরত্ব বজায় রেখে তিনি বিশ যুবক যুবতীর বিয়ে দিয়ে দিয়েছেন।  করোনা ভাইরাস সংক্রমণের আতঙ্কে সবকিছুই চলছে ডিলেঢালা।জরুরী প্রয়োজন ছাড়া মানুষ থেকে বের হতে পারছেনা।শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এখনো।কলকারখানা, যানবাহন, ব্যবসা বাণিজ্য চলছে সীমিত পরিসরে সামাজিক দুরত্ব বজায় রেখে। আনুষ্ঠানিকভাবে বিয়ে দেয়া, বিয়ে করানো দুটেই বন্ধ। বিয়ে নিয়েও বিপাকে রয়েছেন মানুষ।

২৫শে জুলাই শনিবার উপজেলার খাগডহর এলাকায়  যৌতুকবিহীন গণবিবাহ- ২০২০ এর আয়োজন করা হলে অনুষ্ঠানে  প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, ফরিদ উদ্দিন মাসুদ দা.বা.ও বিশেষ অতিথি হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, কোতুয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃফিরোজ তালুকদার পিপিএম (বার)। এছাড়াও অনুষ্ঠানে চেয়ারম্যান,কাউন্সিলার, প্রিন্সিপালসহ আরো অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share.

Comments are closed.