মো.জাকির হোসেন,ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহ বিভাগে একদিনে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক ২১৯ জনের করোনা পজিটিভ হয়েছে।যা ময়মনসিংহ বিভাগে আজ পর্যন্ত একদিনে সর্বোচ্চ রেকর্ড ছাড়ালো।
মঙ্গলবার (১৬) জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ৫৬৪ জনের নমুনা থেকে ২১৯ জনের করোনা পজিটিভ হয়েছে।
এরমধ্যে ময়মনসিংহ জেলায় ১৪৫ জন, নেত্রকোনা জেলায় ১৯ জন, শেরপুর জেলায় ১০ জন এবং জামালপুর জেলায় ৩৯ জন।
ময়মনসিংহ সিভিল সার্জন জানান, ময়মনসিংহ জেলায় আক্রান্ত ১৪৫ জনের মধ্যে সদর ও সিটি কর্পোরেশন এলাকয় -১১০ জন, ত্রিশাল-১৪ জন, ধোবাউড়া-১০ জন, নান্দাইল-৪ জন, গফরগাঁও-৪ জন, ভালুকা-২ জন ও ফুলপুর-১ জন। জেলায় ৩ জন ফলোআপ পজিটিভ রয়েছে।
নেত্রকোনা জেলার ১৯ জনের মধ্যে মোহনগঞ্জ-৬ জন, সদর-৪ জন, আটপাড়া-৩ জন, বারহাট্টা-২ জন, কেন্দুয়া-১জন ও দূর্গাপুর-৩ জন ।
জামালপুর জেলার ৩৯ জনের মধ্যে সদর-১১ জন, ইসলামপুর-১৫ জন, মেলান্দহ-৯ জন ও মাদারগঞ্জ-৪ জন।
শেরপুর জেলায় ৭ জনের মধ্যে সদর-৮ জন ও নকলা-২ জন।
এনিয়ে ময়মনসিংহ বিভাগে আক্রান্ত ২,২২৪ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ১,২০৪ জন, জামালপুর জেলায় ৪৫৫ জন, নেত্রকোনা জেলায় ৩৬৬ জন এবং শেরপুর জেলায় ১৯৩ জন।
আজ সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৫৬ জন। এনিয়ে চার জেলায় সুস্থ্য হলেন ৮০০ জন।
বিভাগে সর্বমোট মারা গেছেন ২১ জন। এরমধ্যে ময়মনসিংহ জেলায় ১১ জন, জামালপুর জেলায় ৫ জন এবং নেত্রকোনা জেলায় ৩ জন ও শেরপুর জেলায় ২ জন।