মো.জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি
ট্রাফিক আইন অমান্য করে সামাজিক নিরাপদ দুরুত্ব বজায় না রেখে অতিরিক্ত ভাড়া ও যাত্রী পরিবহন করায় ময়মনসিংহ জেলার নান্দাইল ও মুক্তাগাছায় উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উপজেলা থানা পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট । সোমবার (১০ আগস্ট) নান্দাইল ও মুক্তাগাছা উপজেলায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।মুক্তাগাছায় অতিরিক্ত যাত্রী বোঝাই ও ঝুঁকিপূর্ণ অবস্থায় সিএনজি ও অটো চালানোর অপরাধে৩ জন সিএনজি চালক ও ৭ জন অটো চালক কে ১০ দিনের জেল এবং সিএনজি ও অটোর ১০ জন যাত্রীকে বিভিন্ন অ্যামাউন্ট এর অর্থদণ্ড/জরিমানা করা হয় । মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুর্বণা সরকার এর নেতৃত্বে এবং থানা পুলিশের সহায়তার ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
একই তারিখে নান্দাইলে স্বাস্থ্য বিধি না মেনে সরকারি নির্দেশ অমান্য করে অতিরিক্ত যাত্রী বহন এবং নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করায় মোবাইল কোর্ট পরিচালনা করে বাস, সি এন জি অটোরিকশার ড্রাইভারদের জরিমানা করা হয়েছে।নান্দাইল উপজেলা থানা পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.এরশাদ উদ্দিন। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তাগন।
ময়মনসিংহে বাস- সিএনজি ও যাত্রীদের ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
0
Share.