Girl in a jacket

ময়মনসিংহে নতুন করে আরো ৪১ জন করোনা আক্রান্ত

0

মো.জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহে প্রতিনিয়ত পাল্লা দিয়ে বেড়েই চলছে করোনা আক্রান্ত সংখ্যা। ১৬ এপ্রিল ২০২১ তারিখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআার ল্যাবে মোট ২৭০ টি  নমুনা পরীক্ষায় নতুন করে ৪১ জন  করোনা সনাক্ত হয়। এর মধ্যে ময়মনসিংহ সদর উপজেলা ও সিটিকর্পোরেশন এলাকায়  ২৩ জন সনাক্ত এবং ঈশ্বরগঞ্জ উপজেলায় ১ জন, ফুলপুর উপজেলায় ১ জন, হালুয়াঘাট উপজেলায় ১ জন, মুক্তাগাছা উপজেলায়  ১জন, ফুলবাড়ীয়া উপজেলায়  ১ জন, ত্রিশাল উপজেলায়  ২ জন এবং ভালুকা উপজেলায় ১১ জন সনাক্ত হয়। বর্তমানে হোম আইসোলেশনে আছেন ৪৫৭ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫৯ জন। শুক্রবার (১৬ এপ্রিল) রাতে ময়মনসিংহ জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ পর্যন্ত জেলায় কোভিড-১৯ নমুনা সংগ্রহ করা হয় ৫৭৩১২ টি এবং পরীক্ষা করা হয় ৫৭৩০৭ টি এর মধ্যে সনাক্ত হয় ৫৩৩৬ জন।সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৪৭৫৬ জন। আইসোলেশনে আছে ৫১৬ জন এবং মৃত্যবরণ করেছেন ৬৪ জন।

Share.

Comments are closed.