Girl in a jacket

ময়মনসিংহে ট্রাক চাপায় প্রকৌশলী নিহত

0

মো.জাকির হোসেন, মময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহ – নেত্রকোনা আঞ্চলিক মহাসড়কে শম্ভুগঞ্জ বাজার সংলগ্ন স্বপ্না মোড় নামক স্থানে লকডাউনের মধ্যে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে একজন মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
নিহত ব্যাক্তির নাম রাসেল মৃধা (৩৭)। তিনি নেত্রকোনা সড়ক ও জনপথের সহকারীর প্রকৌশলী হিসাবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলায় বলে জানা গেছে।
বৃহস্পতিবার ( ১৫ ই এপ্রিলল) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ জেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মজিবুর রহমান জানান, সকাল ১১টায়  একটি ইট বাহী ট্রাক ( ঢাকা মেট্রো ট-১৫৫১৯৮)  ময়মনসিংহ থেকে শ্যামগঞ্জে যাচ্ছিল। পথে শম্ভুগঞ্জের স্বপ্নার মোড় নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ( ঢাকা মেট্রো ল-৩১-৪৩১৬) চাপা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী প্রকৌশলীর মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

Share.

Comments are closed.