মো.জাকির হোসেন,ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ নগরীর ব্রিজ মোড় হতে কেওয়াটখালী পর্যন্ত বিভিন্ন স্থানে এডিস মশার লার্ভা সনাক্তকরণ কার্যক্রম পরিচালিত হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজিব উল আহসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মারাখলা সংলগ্ন একটি টায়ারের ফ্যাক্টরিতে টায়ারের ভিতরে জমা পানিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এ সময় ফ্যাক্টরির মালিককে দশ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, মেডিকেল অফিসার ডা. রেদাউর রহমান, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, লার্ভা সনাক্তকরণ ছাড়াও মাইকিং ও অন্যান্য প্রচারণার মাধ্যমে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এডিস মশার প্রতিরোধে সচেতনতা কার্যক্রম এবং মশক নিধনে লার্ভিসাইড স্প্রে ও ফগিং করা হচ্ছে।
ময়মনসিংহে টায়ার ফ্যাক্টরিতে এডিস মশার লার্ভা পাওয়ায় জরিমানা
0
Share.