Girl in a jacket

ময়মনসিংহে জেল হত্যা দিবস পালিত

0

মো.জাকির হোসেন,ময়মনসিংহ প্রতিনিধি
ঐতিহাসিক জেল হত্যা  দিবস উদযাপন  উপলক্ষে ব্যাপক কর্মসুচী পালন করেছে ময়মনসিংহ জেলা আওয়ামিলীগের নেতৃত্বে বিভিন্ন  অঙ্গ সহযোগী  সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে নগরীর টাউন হল প্রাঙ্গন থেকে র‍্যালী বের হয়ে নগরীর কলেজ রোড এলাকায় শহীদ সৈয়দ নজরুল ইসলামের বাসায় গিয়ে শেষ হয়। পরে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আ.লীগ নেতাকর্মীরা।
দিবসটির প্রথম প্রহরে জেলা প্রশাসক মিজানুর রহমান, বঙ্গবন্ধু জাতীয় চার নেতা পরিষদের মহানগর শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মওলা, মহানগর ছাত্রলীগ নেতা নওশেল আহম্মেদ অনী ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের শিক্ষক নেতৃবৃন্দ শোক র্যালী করে পুষ্পস্তপক অর্পণ করেন।
১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ চার সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে কারাগারে হত্যা করা হয়। বাংলাদেশের ইতিহাসে ৩ নভেম্বর কলঙ্কময় ও বেদনাবিধুর একটি দিন। রাষ্ট্রের হেফাজতে জেলখানায় জাতীয় চার নেতা হত্যার দিনটি ‘জেল হত্যা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

Share.

Comments are closed.