মো.জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা বিন্নাকুড়ি গ্রাম থেকে নিষিদ্ধ ঘোষিত জেএমবির সক্রিয় এক সদস্যকে আটক করেছে ময়মনসিংহ র্যাব-১৪। তার নাম শহিদুল ইসলামকে (৪৮)। আটক শহিদুল ইসলাম মুক্তাগাছা উপজেলার বিন্নাকুড়ি গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। এ সময় তার কাছ থেকে উগ্রবাদী বই, লিফলেট ও একটি মোবাইল উদ্ধার করা হয়।
রোববার রাতে র্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বিন্নাকুড়ি গ্রাম থেকে তাকে আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, বিন্নাকুড়ি গ্রামে শহিদুল ইসলামের বাড়িতে নিষিদ্ধ ঘোষিত জেএমবির সদস্যরা গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা করছে। এমন সংবাদের পর শহিদুলের বাড়িতে অভিযান চালালে দৌড়ে পালানোর সময় শহিদুলকে আটক করে র্যাব-১৪। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহিদুল জানান, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন উগ্রবাদী বক্তার বয়ান শুনে উগ্রবাদের প্রতি উদ্ভূদ্ধ হন ও জেএমবির সমর্থক এবং সক্রিয় সদস্য হয়ে উঠেন। শহিদুল ইসলামের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
ময়মনসিংহে জেএমবির সদস্য শহিদুল গ্রেফতার
0
Share.