স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তাঃ-
ময়মনসিংহে চেতনা নাশক ঔষধ মেশানো দই খাইয়ে কিশোরী ধর্ষণ ঘটনার একমাত্র আসামী জাকারিয়াকে (২০) গ্রেফতার করেছে র্যাব-১৪। ২২ অক্টোবর বৃহস্পতিবার ভোরে জেলার সদর থানাধীন দাপুনিয়া বাজারের গাঘড়া মধ্যপাড়া হতে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-১৪ জানায়, ১৯ অক্টোবর রাতে ময়মনসিংহ সদরের চর হাসাদিয়া এলাকার লিয়াকত আলী ছেলে অভিযুক্ত জাকারিয়া (২০) প্রতিবেশী ফুফাতো বোন (ভিকটিম), তার ছোট বোন ও তাদের নানীকে দই এর সাথে চেতনা নাশক ঔষধ মিশিয়ে দই খাইয়ে অচেতন করে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে। পরদিন প্রতিবেশীরা তাদের উদ্ধার করার পর ভিকটিমের সারা শরীরে ব্যথা অনুভব করায় চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি অত্যন্ত ¯পর্শকাতর বিষয় হিসেবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বর্ণিত আসামীকে আইনের আওতায় আনার জন্য র্যাব-১৪ এর একটি আভিযানিক দল ঘটনার বিষয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামীকে গ্রেফতারের নিমিত্তে অভিযান পরিচালনা করেন। এরই ধারাবাহিকতায় র্যাব-১৪, ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামীর অবস্থান নির্ণয় পূর্বক ২২ অক্টোবর ভোর সোয়া ৪ টার সময় ময়মনসিংহ জেলার সদর থানাধীন দাপুনিয়া বাজারের গাঘড়া মধ্যপাড়া হতে উক্ত ধর্ষণ মামলার একমাত্র এবং প্রধান আসামী জাকারিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ণিত ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স¦ীকার করেন। গ্রেফতারকৃত আসামীকে সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।