Girl in a jacket

ময়মনসিংহে করোনা রোগী সংখ্যা বাড়ছে

0

মো.জাকির হোসেন,ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহে আবার বাড়ছে রোগীর সংখ্যা। জনসচেতনতার অভাবে  গত কয়েক দিনে পাল্লা দিয়ে বাড়ছে করোনা রোগী। গতকাল ৩০ মার্চ ২০২১ তারিখে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৪টি নমুনা পরীক্ষা হতে নতুন করে  ২৭ জন সনাক্ত হয়। এর মধ্যে ময়মনসিংহ সদর উপজেলা ও সিটিকর্পোরেশন এলাকায় সনাক্ত হয়  ১৭ জন। নান্দাইল উপজেলায় সনাক্ত হয় ১ জন,ফুলপুর উপজেলায় সনাক্ত হয়  ১ জন, তারাকান্দা উপজেলায় সনাক্ত হয় ২ জন,ফুলবাড়ীয়া উপজেলায় সনাক্ত হয়  ২ জন, ভালুকা উপজেলায় সনাক্ত হয় ৪ জন। ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা.এ.বি.এম মসিউল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ পর্যন্ত হোম আইসোলেশনে আছেন ১২৩ জন। হাসপাতালে চিকিৎসাধীন ১৩ জন।  ময়মনসিংহ জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যবরণ করেন ৬১ জন।

Share.

Comments are closed.