মো.জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ শহরে দূর্গাবাড়ী রোড এলাকার ৬ টি ঔষধের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ময়মনসিংহ শহরে অবাধে বিক্রয় হচ্ছিল আনরেজিস্টার্ড ঔষধ এবং নির্দিষ্ট তাপমাত্রায় ঔষধ ফ্রিজে সংরক্ষণ করার বিধান থাকলেও অনেক দোকানে মানা হচ্ছিল না সেই সকল বিধি বিধান। ফলে নষ্ট হচ্ছিল ঔষধের কার্যকারিতা। জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: মাঈদুল ইসলাম এবং জনাব সেগুফতা মেহনাজের নেতৃত্বে এই সকল অসংগতি রোধে নগরীর দূর্গাবাড়ী রোডে মোবাইল কোর্ট পরিচালিত হয়। বিভিন্ন ঔষধের দোকানে এই সকল অসংগতি গোচরীভূত হলে তাৎক্ষণিকভাবে ড্রাগ এ্যাক্ট ১৯৪০ অনুযায়ী মোট ৬টি প্রতিষ্ঠানকে ৫০,০০০(পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয় ৷ জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।Attachments area
ময়মনসিংহে ঔষধের দোকানে মোবাইল কোর্ট: ৫০,০০০ টাকা জরিমানা আদায়
0
Share.