Girl in a jacket

ময়মনসিংহে আন্তর্জাতিক অভিবাসী দিবস পলিত

0

ময়মনসিংহ প্রতিবেদক:-
ময়মনসিংহে আন্তর্জাতিক অভিবাসী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, প্রবাসীদের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং বৈধ চ্যানেলে জেলায় সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী ৮জন সন্মাননা প্রদান করা হয়।

আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এ. কে. এম গালিভ খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ শাহজাহন মিয়া, মালেশিয়ায় কর্মরত প্রবাসী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশিষ্ট গবেষক অধ্যাপক মোঃ সাইদুর রহমান, ময়মনসিংহ টেকনিক্যাল টেনিং সেন্টার (টিটিসি) অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মোঃ গিয়াস উদ্দীন আহমদ, জেলা জনশক্তি ও প্রবাসী কল্যাণের সহকারি পরিচালক মোঃ এনামুল হক ও প্রবাসী জাহাজের ক্যাপ্টেন মোঃ দিদারুল আলম প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যাপক নাহিদ মন্ডল।

Share.

Comments are closed.