Girl in a jacket

ময়মনসিংহে অটোচালকের লাশ উদ্ধার

0

মো.জাকির হোসেন,ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের  আম বাগান নামক স্থান থেকে  এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৫ নভেম্বর বুধবার রাত সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত অটোচালকের নাম দুলাল (৩৫), সে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার সাধুপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে বলে জানা যায় । তিনি শম্ভুগঞ্জ এলাকায় ভাড়ায় অটোরিকশা চালাতেন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুক হোসেন আজ বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, রাতে পুলিশ খবর পেয়ে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের শরীরে ধারালো চাকুর আঘাত রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Share.

Comments are closed.