মো.জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহের সদর উপজেলার সিরতা ইউনিয়নের চর ভবানী পুর গ্রামের পশ্চিম খাঁ পাড়ায় অগ্নিকান্ডে বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।গতকাল মঙ্গলবার (০৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১ টার সময় চর ভবানী পুর পশ্চিম খাঁ পাড়ার মোঃ আব্দুস সালাম এর বসত বাড়িতে আচমকা অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিস ঘটনা স্থলে এসে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয় সুত্রে জানা গেছে চর ভবানী পুর পশ্চিম খাঁ পাড়ার মৃত হাসেন আলী ছেলে আব্দুস সালাম এর বসত বাড়িতে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের অফিসে ফোন দিলে ঘটনা স্থলে এসে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বাড়ির মালিক আব্দুল সালাম জানান, আগুনে পুড়ে গবাদি পশু ষাঁড় গরুসহ, একটি টিভিএস মটর সাইকেল, ঘরসহ বহু মালামালসহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৭,০০০০০/- (সাত লক্ষ টাকা) এর মতো ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ঘটনায় স্থানীয় ও সরকারী অনুদান এর সার্বিক সহযোগিতার জন্য সাহায্য প্রার্থনা করেন ক্ষতিগ্রস্ত পরিবার।
ময়মনসিংহের সিরতা ইউনিয়নে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই
0
Share.