Girl in a jacket

ময়মনসিংহের মুক্তাগাছা থেকে উগ্রবাদী বই ও লিফলেটসহ জেএমবি’র ৫ সদস্য আটক

0

ময়মনসিংহের র‌্যাব-১৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জেলার মুক্তাগাছা থানাধীন কুড়িপাড়া গ্রামের জনৈক মোঃ রুবেল এর মালিকানাধীন পুকুরের দক্ষিণ পাশে এবং কুড়িপাড়া জামে মসজিদ হতে ১০০ গজ পূর্বে চালী ঘরের ভেতরে কতিপয় নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর সক্রিয় কয়েকজন সদস্য একত্রিত হয়ে নাশকতা করার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, ব্যাটালিয়ন সদর এর আভিযানিক দল ১২জুলাই দুপুরে ঘটনাস্থলে পৌঁছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় মোঃ আসাদ আল ী(৪৫), পিতা- মোঃ জালাল উদ্দিন, মোঃ মিস্টার (৪৮), পিতা-মৃত নওয়াব আলী (দুইখা শেখ) উভয় সাং- নটাকুড়ি, মোঃ রাশেদ (৩২) ও মোঃ বাছেদ আলী (২৬), উভয় পিতা-মোঃ বাসতুল্লাহ, সাং- বিন্নাকুড়ি, মোখলেছুর রহমান (মুক্তার) (২৮) পিতা- মৃত জাবেদ আলী, সাং- পশ্চিম চন্ডী মন্ডলসর্ব থানা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহদের আটক করা হয় এবং তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়। এ সময় অজ্ঞাতনামা ৪/৫ জন দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের কাছ থেকে প্রাপ্তবই ও লিফলেট এ উগ্রবাদ কায়েম করার বিভিন্ন আহবান ও কৌশল বর্ণনা করা আছে। বিশেষ করে যুবকদের প্রতি উগ্রবাদের আহবান করে এসব বইপত্র গোপনে বিতরণ করা হতো।

উপরোক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে প্রেস রিলিজে জানানো হয়।

Share.

Comments are closed.