স্টাফ রিপোর্টার, গফরগাঁও থেকে:-
ময়মনসিংহের পাগলা থানার বেলদিয়া গ্রামে সাধুয়া পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. আজিম উদ্দিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ১৯ সেপ্টেম্বর শনিবার রাতে এশার নামাজের ইমামতি শেষে বাড়ি ফেরার পথে তাকে হত্যা করা হয়। নিহত ইমাম আজিম উদ্দিন বেলদিয়া গ্রামের মৃত শেখ মজরত আলীর ছেলে।
পাগলা থানার ওসি শাহিনুজ্জামান খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হাফেজ আজিম উদ্দিন ২০ বছর ধরে সাধুয়া পশ্চিম পাড়া জামে মসজিদে ইমামমতি করে আসছেন। তিনি শনিবার মসজিদে এশার নামাজের ইমামতি শেষে বাড়ি ফেরার পথে সাধুয়া মার্কেটের সামনে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে ফেলে রেখে যায়। পরে তাকে এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশের এই কর্মকর্তা আরো জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়মনা তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং খুনের সাথে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।