মো.জাকির হোসেন,ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলার যশোরা এলাকার ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে ২২ আগস্ট শনিবার সকাল ৬টার দিকে সড়ক দুর্ঘটনায় এক গরু ব্যবসায়ীসহ দুইজন নিহত হয়েছেন বলে নান্দাইল থানার ওসি মনসুর আহমেদ জানান।
নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ার সাইদুল ইসলাম (৪২) ও মোস্তাকিম (২০)।
নান্দাইল থানার ওসি মনসুর আহমেদ জানান, গরুবোঝাই একটি ট্রাক রৌমারি থকে পাকুন্দিয়া যাচ্ছিল। পথে ট্রাকটি অপর একটি বিকল ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক গরু ব্যবসায়ী মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় আরেকজনকে ময়মনিসংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকেও মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।