Girl in a jacket

ময়মনসিংহের করোনা আপডেট

0

৩০ মে, শনিবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের (মমেক) ল্যাবে কোভিট-১৯ নমুনা পরীক্ষায় করা হয়-৪১৯ জনের। এর মাঝে পজিটিভ হয়-৪৮ টি নমুনা। সূত্র মতে, ময়মনসিংহ-১৭ জনের করোনা শনাক্ত হয়। এর মাঝে ভালুকা-৮, ত্রিশাল-৫, মেডিক্যাল কলেজ হাসপাতাল-৩জন ও নান্দাইল-১ জন। তাছাড়া জামালপুর-৩০ জন ও টাঙ্গাইল-১ জন করোনা শনাক্ত হয়। মোট করোনা সনাক্ত-৪৮৭ জন, মোট নমুনা পরীক্ষা-৬৬১০ জন এবং সুস্থ রোগীর সংখ্যা-১৭৭ জন।

Share.

Comments are closed.