Girl in a jacket

ময়মনসিংহের করোনা আপডেট : আক্রান্ত ২৬ জন

0

আজ ২৩ মে মমেক ল্যাবে কোভিট-১৯ নমুনা পরীক্ষায় ময়মনসিংহ বিভাগে ২৬ জন করোনা পজিটিভ হয়েছে।
ময়মনসিংহ জেলায় ১৯ জন: মেডিক্যালের একজন ডাক্তার, একজন নার্স ও দুইজন ল্যাব টেকনেসিয়ানসহ ১৫ জন, সদরে-২, ঈশ্বরগঞ্জ-১ ও ধোবাউড়া-১ জন।
নেত্রকোনা জেলায় ৫ জন: কেন্দুয়া-৪, মোহনগঞ্জ-১ জন। শেরপুর জেলার শ্রীবর্দিতে-২ জন।
এনিয়ে ময়মনসিংহ বিভাগে আক্রান্ত ৮৩০ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ৩৭০ জন, জামালপুর জেলায় ১৭৫ জন, নেত্রকোনা জেলায় ২০৭ জন এবং শেরপুর জেলায় ৭৮জন।
আজ সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন। এনিয়ে সুস্থ্য হলেন ২৯৯ জন।

Share.

Comments are closed.