মো.জাকির হোসেন,ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় সড়ক দুর্ঘটনায় ১জন নিহত ও ২জন গুরুতর আহত হয়েছে। নিহতের নাম রঞ্জিত মিত্র। নিহত রঞ্জিত মিত্র মুক্তাগাছা পৌর শহরের চৌরঙ্গী মোড় ও আহত মাহমুদুল হাসান ও তানবীর হাসান মুজাটি গ্রামের বাসিন্দা।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার ময়মনসিংহ-টাঙ্গগাইল মহাসড়কে মুক্তাগাছা উপজেলার সত্রাশিয়া নামক এলাকায় ঘটনাটি ঘটেছে ।
মুক্তাগাছা থানার ওসি জানান, উপজেলার সত্রাশিয়া এলাকায় মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেলর আরোহী রঞ্জিত মিত্র (৫০) ঘটনাস্থলেই মারা যান। অপর ২ আরোহীসহ ৩জনকে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাঃ রাবেয়া সুলতানা রঞ্জিত মিত্র কে মৃত ঘোষণা করেন। আহত মাহমুদুল হাসান (৩৫) ও তানবির হাসান (১৫) কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।