জহিরুল কাদের কবীরঃ
নারায়নগনঞ্জ ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণে হতাহতের ঘটনায় জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
৫ সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মোঃ মামুন হাসান প্রেরিত এক শোকবার্তায় বিরোধীদলীয় নেতা এ দূর্ঘটনার জন্য দায়ী অথবা কর্তব্যে অবহেলার প্রমাণ মিললে দোষীদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।এছাড়া নিহত ও আহতদের পরিবারকে সরকারের প্রতি উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ারও দাবি জানিয়েছেন তিনি।
বিরোধীদলীয় নেতা নিহতদের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ।