মো.জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি:-
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ কোতোয়ালি থানাধীন ২৮ নভেম্বর শনিবার সন্ধ্যায় বিশেষ অভিযান পরিচালনাকালে ময়মনসিংহ নগরীর জামতলা মোড় থেকে অনলাইনে জুয়া খেলারত অবস্থায় ৩ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন আবু সাঈদের ছেলে সজিব মিয়া (২৫), মৃত আব্দুল মোতালেবের ছেলে মাহফুজ (৩৭), মৃত আব্দুল জলিলের ছেলে মাহবুব করিম বাবু (৩৫)। গ্রেফতারকৃত সকলেই ময়মনসিংহ নগরীর জামতলা মোড় এলাকার বাসিন্দা। এ সময় তাদের হেফাজত থেকে ১২ লক্ষ ১১ হাজার টাকা এবং অনলাইনে জুয়া খেলায় ব্যবহৃত ৯ টি মোবাইল সেট উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন যাবত অনলাইনে জুয়া খেলে আসছিল বলে প্রাথমিকভাবে জানা যায়। ডিবি’র ওসি শাহ্ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক, জুয়া, চুরি, ছিনতাই ও সন্ত্রাসীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। তাদের বিরুদ্ধে মামলা শেষে রোববার আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
ময়মনসিংহে মোবাইলে জুয়া খেলারত অবস্থায় গ্রেফতার ৩
0
Share.