স্টাফ রিপোর্টারঃ-
ময়মনসিংহের ভালুকা সরকারী ডিগ্রি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি হারুন অর রশিদ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাইহি রাজিউন। ১০ জুলাই শুক্রবার সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর আগেরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় স্ট্রোকজনিত কারণে মারাত্মকভাবে অসুস্থ্য হয়ে পড়লে তাকে ভালুকা ৫০ শয্যা সরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত ডাক্তার তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। চিকিৎসাধিন অবস্থায় শ্রক্রবার সকাল সাড়ে ৮ টায় তিনি মারা যান। আজ শুক্রবার আসর বাদ উপজেলার চাপরবাড়ি নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে মুরহুমের লাশ তার পারিবারিক গোরস্থানে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা যায়।
ভালুকা সরকারী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি হারুন অর রশিদের ইন্তেকাল
0
Share.