Girl in a jacket

ভালুকা বাহারুল উলুম আলিম মাদ্রাসার চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ধনু

0

স্টাফ রিপোর্টিার, দিগন্তবার্তাঃ-

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি বাহারুল উলুম আলিম মাদ্রাসার চারতলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন, এমপি আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু। ১ নভেম্বর রোববার দুপুরে মাদ্রাসার গভনিং বডি জনাব আলহাজ্ব এ.বি.এম সিদ্দিক এর সভাপতিত্বে মাদ্রাসার চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নির্বাহী অফিসার জনাবা সালমা খাতুন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, হবিরবাড়ি মুসলিম এতিম খানার সভাপতি হাজী মোঃ রফিকুল ইসলাম, ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য মোঃ মোস্তফা কামাল, হবিরবাড়ি ইউপি চেয়ারম্যান মোঃ তোফায়েল আহমেদ বাচ্চু, ভালুকা ইউপি চেয়ারম্যান মোঃ শিহাব আমিন খান ও সিডস্টোর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোঃ শাহাব উদ্দিন প্রমূখ। এসময়  বাহারুল উলুম আলিম মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোঃ শাহাব উদ্দিন  শেখ, অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share.

Comments are closed.