স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা:-
ময়মনসিংহের ভালুকা বাসস্ট্যান্ড এলাকার হক মার্কেট সংলগ্ন মিজান স্টোরে চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে দোকান ঘরের পিছনের অংশে টিনের বেড়া কেটে সঙ্ঘবদ্ধ চোরেরদল ঘর থেকে দুটি সিসি ক্যামেরা একটি মনিটর, ডিবিআর, প্রায় ৪০ হাজার টাকার বিভিন্ন ধরণের সিগারেট, নগদ পাঁচ হাজার টাকাসহ প্রায় ৮০থেকে ৮৫ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। দোকান মালিক মিজানুর রহমান হানান, সকালে পাশের দোকানের লোকজন দোকানের পিছনের টিনের বেড়া কাটা দেখে তাকে খবর দিলে, তিনি দোকান খুলে চুরির বিষয়টি জানতে পারেন। তিনি আরো জানান, এর আগেও দুইবার একই কায়দায় তার দোকানে চুরির ঘটনা ঘটেছে বলে জানান। এ ব্যাপারে থানায় অভিযোগ দিবেন বলে তিনি জানান।